নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরী থেকে আরও ৫ ‘শিলং তীর’ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সোয়া ৯টার দিকে নগরীর নবাব রোডস্থ মজুমদারপাড়া ১নং গলির ফখরুল ইসলামের কলোনির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলো- সিলেট নগরীর বাদামবাগিচা ৪নং রোডের আফছর মিয়ার কলোনির শমসের উদ্দিনের ছেলে আবদুন নূর (৫৪), লন্ডনী রোড অগ্রী-৮১ নম্বর বাসার নুরাজ মিয়ার ছেলে বিলাল আহমদ (৫১), জালালাবাদ থানার লালমাটিয়া এলাকার সাজ্জাদ মিয়ার বাড়ির মৃত ইউনুস আলীর ছেলে জান্নাত মিয়া (৩৫), চৌকিদেখি ৪৭/১ খান মঞ্জিলের আবদুল্লা মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০) ও কাজিটুলা মক্তব গলির ৪৭ নম্বর বাসার মহর উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (৩৯)।
তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com