নিজস্ব প্রতিবেদক :: সিলেট কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামি অসুস্থ হওয়ার পর কর্তৃপক্ষ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আসামির নাম আব্দুল হামিদ (২৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক নতুন সিলেটকে জানান, তিনি জানান, সোমবার সকালে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বেলা ২টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিক কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার মামলাটি বিচারাধীন রয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com