রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত মহানগর পুলিশের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসেম খান, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪) ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০), দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা ও লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল জলিল তালুকদার, একই উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মৌজপুরের নারায়ণ চন্দের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ ওরফে নয়ন আদিত্য (২৪)। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাস; তিনি কেন্দ্রীয় কমিটিরও সহ-সভাপতি ছিলেন। অয়ন নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা এলাকার বিমল কান্তি দাসের ছেলে। এছাড়া সদর উপজেলার বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে এবং সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সদর উপজেলার উমাইরগাঁও গ্রামের রুস্তম আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিব (২৫)।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com