নিজস্ব প্রতিবেদক :: দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে সিলেট মহনগর এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ৭ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের কাজলশাহ ব্লক ডি-এর ৮৮ নং বাসার আব্দুল হকের ছেলে ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), একই বাসার মৃত ইছল মিয়ার ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), ছড়ারপার এলাকার ৭৬ নং বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), রায়নগর দর্জিপাড়া বসুধারার ৮৭ নং বাসার মৃত মজিবুর রহমানের ছেলে ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), পশ্চিম পীরমহল্লার ১৪১ নং বাসার মিয়াধন খানের ছেলে ও ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, শাহপরাণ থানাধীন মেজরটিলার জাহানপুর আবাসিক এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ নং ওয়ার্ড শাখার সদস্য ইয়ামিন আহমদ (২৪) এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০)।
গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ নিয়ে গত ২ দিনে সিলেটে ১২ ডেভিলকে গ্রেফতার করা হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com