টুডে সিলেট ডেস্ক :: যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জশিতা ইসলাম এ আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ফেরদৌস আলম তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনোজ্জামান গণমাধ্যমকে বলেন, এ মামলার মূলনথি না থাকায় রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলার নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি হবে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলার ৬৪১নং এজাহারনামীয় আসামি দীপঙ্কর। তাকে সোমবার রাতে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করা হয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com