
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ৪৮ ঘণ্টায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া, ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহান উদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি মো. খোকন মিয়া, জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান তেরা মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি মো. আকরামিন হোসেন, ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ ও ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ।
সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হচ্ছে। আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে, যাতে জেলার জনগণ নিরাপদে থাকতে পারে।