৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

অপারেশন ডেভিল হান্ট: কুলাউড়ায় ১৭ জন আটক

todaysylhet.com
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৩:০০:৪৫
অপারেশন ডেভিল হান্ট: কুলাউড়ায় ১৭ জন আটক

কুলাউড়া প্রতিনিধি :: অপারেশন ডেভিল হান্ট চলাকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বুধবার মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এ অপারেশনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ৩ নং পশ্চিম জুরি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাজাহান মিয়া, ১০ নং দক্ষিণবাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন, ২ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি আসলাম উদ্দিন পপ উল্লেখযোগ্য। এছাড়া গ্রেপ্তারকৃত অন্য ব্যক্তিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন টিপু, গৌছ মিয়া ও পাভেল মিয়া।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম আফছার বলেন, গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।