
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-তামাবিল সড়কে পর্যটকবাহি বাস দুর্ঘটনায় ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সড়কের জাফলং সোনাটিলা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- জেসমিন (২২), মাহমুদ (২২), জুবায়ের (১৮), আসিফ আলী (২১)। আহত অন্যদের নাম পাওয়া যায়নি। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার তোফায়েল আহমেদ বলেন, ঢাকা থেকে পর্যটক নিয়ে জাফলংয়ে আসে বাসটি। ফেরার পথে পর্যটকবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকে ধাক্কা দেয়।এতে বাসের ৯ যাত্রী আহত হন। এরমধ্যে গুরুতর হয়েছেন জেসমিন, মাহমুদ, জুবায়ের ও আসিফ আলী। তাদেরকে পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যরা ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে।
দুর্ঘটনায় হতাহতরা ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসছিলেন। তারা একই পরিবারের সদস্য বলেও জানায় পুলিশ।