৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

মুনিম চৌধুরীর প্রবাস যাত্রা উপলক্ষে জকিগঞ্জ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের সংবর্ধনা

todaysylhet.com
প্রকাশিত ০১ মার্চ, শনিবার, ২০২৫ ২২:২৫:৩০
মুনিম চৌধুরীর প্রবাস যাত্রা উপলক্ষে জকিগঞ্জ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের সংবর্ধনা

টুডে সিলেট ডেস্ক :: জকিগঞ্জ পৌর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুনিম চৌধুরীর বিদেশে গমন উপলক্ষে স্থানীয় বিএনপির কার্যালয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার জকিগঞ্জ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে জকিগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মুনিম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

জকিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মুনিরুল ইসলাম রাজনের সভাপতিত্বে এবং জকিগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান রাদির পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, সদস্য এনাম আহমদ যুবদল নেতা নাজিম উদ্দীন রুমন, যুবদলের সিনিয়র সদস্য জাবুল আহমদ জাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমন, সদস্য সচিব মাহবুব আলম, ছাত্রদল নেতা সারওয়ার হুসাইন, মোঃ জুনেদ আহমদ, যুবদল নেতা মোস্তফা আহমদ, মাসুদ রানা, দুলাল আহমদ জিয়া সাইবার ফোর্স জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক ইমরান আহমদ, জকিগঞ্জ পৌর জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব সুজন আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মিজানুর রহমান মুন্না, হাসান আহমদ তাপাদার, তাহের আহমদ, ছাত্রদল নেতা সারওয়ার আহমদ, ওয়াজেদ আহমদ, আল আমিন, ফাহিম আহমদ সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি বলেন, পরিশ্রমী ও ত্যাগী সাবেক নেতা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুনিম চৌধুরী দলের একজন নিবেদিত প্রাণ। সে দলের চরম দুঃসময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি এবং আশা করি প্রবাসেও সে দলের জন্য কাজ করে যাবে।