নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন- জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।
শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার বলাউরায় রাত ১০টার দিকে একটি অটোরিকশার সঙ্গে বাসের (ঢাকা মেট্রো ন-১২-১৯৫১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, বলাউরায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com