নিজস্ব প্রতিবেদক :: আগামী তিনমাসের মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া সাগরে ২ থেকে ৩টি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৫শ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এপ্রিল ও মে মাসে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে।
এ বিভাগে মার্চ মাসে ১১০-১৩০ মিলিমিটার, এপ্রিলে ২৮০-৩২০ মিলিমিটার এবং মে মাসে ৪৯০-৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com