হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং স্থায়ী ক্যাম্পাসসহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। ছাত্রদলের এই মানববন্ধন কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে এতে অংশ গ্রহন করে হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হবিগঞ্জ জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজটি আমাদের সম্পদ। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তাসহ যাবতীয় সুযোগ সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। যদি এধরণের কোন সিদ্ধান্ত নেয়া হয় তবে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।
এর আগে একই দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের কাছে স্মারক লিপি দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com