টুডে সিলেট ডেস্ক :: ঈদ আসছে। তাই নেতাদের ছবির পাশাপাশি নিজের বিশাল ছবি টানিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু দৃষ্টিপথে বাঁধা হয়ে দাঁড়ায় একটি গাছ। শেষে বিলবোর্ডটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডাল কেটে ফেলা হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় এমন সংবাদ প্রচারের পর ঈদ ব্যানার লাগানো ও গাছের ডাল কাটা নিয়ে নিজের ফেসবুক পোষ্টে দুঃখ প্রকাশ করে এবং নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আমির হোসেন বলেন, নগরীর বিভিন্ন স্থানে আইল্যান্ডে আমি অনেক গাছ আমার নিজ হাতে রোপণ করেছি, তবুও অনাকাঙ্ক্ষিত কারণে এর ডালপালা ছাঁটাই হওয়ায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি আমার নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
পাঠকদের জন্য তার ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো;-
আসসালামু আলাইকুম,
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের দ্বারপ্রান্তে। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
কিছুদিন আগে মদিনা মার্কেট পয়েন্টে নাইস প্রাইজের সামনে একটি বিলবোর্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলাম। বিলবোর্ড স্থাপনের সময় যারা কাজ করেছেন, তাঁদের সুবিধার্থে কিছু ডালপালা ছাঁটাই করা হয়েছিল, তবে কোনো গাছ কাটা হয়নি। এবং এই ডাল পালা কাটার বিষয়ে আমি পূর্বে অবগত ছিলাম না৷
উল্লেখ্য, গাছটির পাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। এই আইল্যান্ডে আমি অনেক গাছ আমার নিজ হাতে রোপণ করেছি, তবুও অনাকাঙ্ক্ষিত কারণে এর ডালপালা ছাঁটাই হওয়ায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি আমার নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আপনারা অবগত আছেন, আমি দীর্ঘদিন যাবৎ মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্বে থাকা অবস্থায় পরিবেশ সংরক্ষণে সবসময় সচেতন থেকেছি এবং আশপাশের সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেছি।
ইতিমধ্যে আমি দলের হাইকমান্ডের নির্দেশে বিলবোর্ডটি সরিয়ে ফেলেছি। আশা করি, জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতাকর্মীও দলের হাইকমান্ডের এই নির্দেশনা পালন করবেন।
আমি আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী।আপনার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন—এই কামনা করছি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com