নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিলবোর্ড স্থাপন এবং পথচারীদের দৃষ্টিগোচর করতে রোড ডিভাইডারে বৃক্ষের মুণ্ডুপাত করে তাতে বিলবোর্ড লাগানোর ঘটনায় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক পত্রে আমির হোসেনের পদ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
পত্রে বলা হয়েছে, ‘সিলেট মহানগরীর কয়েকটি স্থানে রোড ডিভাইডারের গাছ কেটে বিলবোর্ড লাগানো হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ছাড়া আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নজরে এসেছে। এই গর্হিত কাজের জন্য আপনার প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।’
এর আগে বৃক্ষের মুণ্ডুপাত করা নিয়ে গত ২৮ মার্চ গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
গত ২৫ মার্চ রাতে সিলেট নগরীর পাঠানটুলা-মদিনামার্কেট এলাকায় বিদ্যুতের পিলারে ওঠে কয়েকজন ব্যক্তি গাছের ডালপালা কেটে বিলবোর্ড স্থাপন করেন। এ সময় তাদের দাবি ছিল, ঈদ শুভেচ্ছার বিলবোর্ডের জন্য গাছের ডাল কাটা হয়েছে।
গাছের সব ডালপালা কাটার কারণ জানতে চাইলে গাছকর্তনকারীরা জানান, বিলবোর্ডে তাদের নেতার ঈদ শুভেচ্ছা ঢাকা পড়ছিল, তাই গাছের ডাল কাটা হচ্ছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতি আছে কি না জানতে চাইলে তারা এড়িয়ে যান।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com