গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে হাওরের সীমানা নিয়ে মারামারির প্রস্তুতি নিয়েছিল দুটি ইউনিয়নের দুই গ্রামের মানুষ। বিষয়টি জানতে পেরে পুলিশের ও স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায় হাজারো মানুষ।
শনিবার দুপুর আড়াই টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের চাতল হাওরে এ ঘটনা ঘটে।ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুদরা মধ্যে চাতল হাওরের সীমানা নিয়ে দুই এলাকার লোকজন মধ্যে লাঠি, সোটা,দেশীয় অস্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি চলছিল।
স্থানীয়রা বলেছেন, ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভা এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুদরা মৌজার লোকজনের মধ্যে চাতল হাওরের সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। দুপুরে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের শতশত মানুষ সীমানায় বাধ নির্মাণ করতে লাঠি সোটা ও দেশীয় অস্রহাতে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে হাওরের পারে আসেন। অন্যদিকে ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভা এলাকার লোকজন দেশীয় অস্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।
ডৌবাড়ী ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল কাদির জানান, চালতা হাওরের সীমানা নিয়ে ডৌবাড়ী ইউনিয়নের ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের দুই এলাকার লোকজনের বিরোধ চলছিল। আজকে আলীরগাঁওয়ের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্র নিয়ে হাওরে আসে।অন্যদিকে ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভার লোকজন লাঠি সোটা নিয়ে মারামারির জন্য প্রস্তুত নিয়েছে। উভয় পক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং খবর ঘটনাস্থলে পুলিশ এসেছে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান বলেন , ওই দুই এলাকার লোকজনের মধ্যে হাওরের সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ওই জের ধরে এ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আবারও যাতে সংঘর্ষে ও দুই এলাকার মানুষ একত্রিত না হতে পারে সেকারণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন দুই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com