নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে এক প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় ওই পরিবারের দুই নারী আহত হয়েছেন। তাঁরা হলেন- রায়হান আহমদের স্ত্রী (২৪) ও বৃদ্ধ মা (৬০)।
পরিবারের বরাত দিয়ে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, শুক্রবার দিবাগত রাতে ১০/১২ জনের ডাকাতদল মিনাপাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে রায়হান আহমদ ও প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবার সদস্যদের বেঁধে মারধর করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে। প্রবাসী মোহাম্মদ আলীর ঘরে ডাকাতি করে পার্শ্ববর্তী গুলজার আহমেদের ঘরে প্রবেশ করে। তখন ওই ঘরের লোকজন ঘুম থেকে জেগে ওঠে চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসেন। তখন ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া জানান, পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com