জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজারের লক্ষীপুর গ্রামের প্রবেশ মুখে ভারতীয় সুপারী বোঝাই ডিআই পিকআপের ধাক্কায় ২জন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত আনুমানিক ১ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার ২ নং লক্ষিপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২) ও একই গ্রামের নজরুল ইসলামের পুত্র ইজিবাইক চালক সগির হোসেন (২৫) নামের ২জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সাইফুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সগিরের ইজিবাইকে করে নিজ বাড়িতে যাওয়ার সময় ২ নং লক্ষিপুর গ্রামের প্রবেশমুখে আসতেই পিছন দিক থেকে ভারতীয় সুপারী বোঝাই ডিআই পিকআপ তাদের বহনকারী ইজিবাইককে স্বজোড়ে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুলের দুইটি পা ভেঙ্গে গেছে এবং সগির আহমেদের ডান হাত ভেঙ্গে মাথায় মারাত্মক জখম হয়েছে। বর্তমানে দুজন সিওম্যাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ২নং লক্ষিপুর গ্রামের স্হানীয় ইউপি সদস্য নজির আহমেদ জানান, প্রাথমিকভাবে স্হানীয় সূত্রে জানা গেছে নিজপাট ইউনিয়নের একজন ইউপি সদস্যদের মালিকানাধীন গাড়ীটি। তিনি আরো বলেন, রাত ১১ টা পার হওয়ার পর তামাবিল মহাসড়কে ডিআই পিকআপ গুলো বেপরোয়া হয়ে উঠে। ইতিমধ্যে গেলো কয়েক বছরে বহু দূর্ঘটনা ঘটলেও চোরাইমালবাহী ডিআই পিকআপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন কার্যকর উদ্যোগ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দূর্ঘটনার কোন সংবাদ রবিবার সকাল পর্যন্ত পুলিশ পায় নি। এ বিষয়ে কোন অভিযোগ আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও আসেনি। অভিযোগ পেলে দূর্ঘটনার বিষয়টি তদন্ত করবে পুলিশ।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com