টুডে সিলেট ডেস্ক :: আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে কর্মসূচি শুরু হয়। এসময় তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলে নানা স্লোগান দিতে থাকেন।
অবস্থানরত নেতাকর্মীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
কর্মসূচিতে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক আলি নাসেরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com