১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

add

জকিগঞ্জের চেয়ারম্যানসহ কা রা গা রে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

todaysylhet.com
প্রকাশিত ০৯ মে, শুক্রবার, ২০২৫ ১৬:৩৭:১৮
জকিগঞ্জের চেয়ারম্যানসহ কা রা গা রে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

জকিগঞ্জ প্রতিনিধি :: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণের পর জকিগঞ্জের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

(বৃহস্পতিবার) সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া ৬ জনের মধ্যে ৫ নেতাকর্মী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন।

 

জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার বেশ কয়েকজন আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই জামিনে থাকা নেতাকর্মীদের মধ্যে জকিগঞ্জ সদর ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আফতাব আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সজল বর্মন, উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, যুবলীগ নেতা রুবেল আহমদ শিবলু, যুবলীগ নেতা শামিম আহমদ এবং কারাগারে থাকা এমএজি বাবর আইনজীবীর মাধ্যমে সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে হাজির দেখিয়ে পুনরায় জামিন আবেদন করেন। পরে জামিন শুনানি শেষে আদালত রুবেল আহমদ শিবলুর জামিন মঞ্জুর করেন এবং ইউপি চেয়ারম্যান আফতাব আহমদসহ অন্য ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে একইদিন দুপুরে দ্রুত বিচার আদালত সিলেটে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অনু আহমদ নামের আরেক যুবলীগ নেতা। তাকেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে জকিগঞ্জে চারটি মামলা রেকর্ড করা হয়। এ মামলার বেশ কয়েকজন আসামি হাইকোর্ট থেকে থেকে ৮ সপ্তাহের আগাম জামিনে আছেন। তাদের কারো বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।