১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

add

সিলেটে দুই জনের দেহ তল্লাশী করে পুলিশ যা পেল

todaysylhet.com
প্রকাশিত ০৯ মে, শুক্রবার, ২০২৫ ১৬:৩৯:১৫
সিলেটে দুই জনের দেহ তল্লাশী করে পুলিশ যা পেল

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ১শ’ ৫১ পিস ইয়াবা বড়িসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টাক দিকে নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি গলির মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কোতোয়ালী থানাধীন কাষ্টঘর সুইপার কলোনীর কানাই রায়ের ছেলে সজিব রায় (২১) ও একই এলাকার মৃত ভত্তনা লাল বাঁশফোরের ছেলে পাপ্পু লাল বাঁশফোর (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টাক দিকে নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি গলির ফেন্সী লক ঘর দোকানের সামনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের অভিযানে কাষ্টঘর সুইপার কলোনীর সজিব রায় (২১) ও পাপ্পু লাল বাঁশফোর (৩৫)কে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাসী করে সজিব রায়ের কাছ থেকে ১শ’ পিস ও পাপ্পু লাল বাঁশফোরের কাছ থেকে ৫১ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন- নগরীর বন্দরবাজার এলাকা থেকে ১শ’ ৫১ পিস ইয়াবা বড়িসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে ২০১৮ সালের ধারায় ৩৬(১) এর ১০(ক) মামলা রজু করা হয়েছে। মামলা নম্বর-২০। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরণ করা হয়েছে।