জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ১৬ মে) ভোরে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বদরুল আলম আফজল জকিগঞ্জ সদর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য ও সেনাপতিরচর গ্রামের মৃত মুহিবুর রহমান ময়না মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বদরুল আলম আফজল মেম্বারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে ওই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর জামিন নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রমিকলীগ নেতা বদরুল আলম আফজলকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে অন্য মামলায় গ্রেফতার দেখানো হবে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com