টুডে সিলেট ডেস্ক :: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আয়োজিত এই সভায় বিচার বিভাগের স্বার্থ ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন।
আলোচনায় বক্তারা আইন প্রতিষ্ঠায় বিচার বিভাগের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন এবং এ পথে বিদ্যমান প্রতিবন্ধকতা যেমন অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশাসনিক হস্তক্ষেপ ও বাজেট ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, ‘জেলা আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিষয়ক ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে থাকায় বিচার বিভাগ প্রায়শই অযাচিত প্রভাবের সম্মুখীন হয়, যা বিচারিক স্বাধীনতার পরিপন্থী। এ প্রেক্ষাপটে বক্তারা বিচারকদের প্রশাসনিক বিষয়ের দায়িত্ব সুপ্রিম কোর্টে ন্যস্ত করা এবং একটি স্বাধীন ‘বিচার বিভাগীয় সচিবালয়’ গঠনের দাবি জানান।’
বক্তারা আরও জানান, ‘বিচার বিভাগের কাঠামোগত উন্নয়ন ও বাজেট বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো সম্ভব। তাঁরা বিশ্বাস করেন, অ্যাসোসিয়েশন একটি প্রেশার গ্রুপ হিসেবে বিচারকদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।’
সভায় অংশগ্রহণকারী বিচারকরা বিচার বিভাগের আধুনিকায়নের আহ্বান জানান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় সিলেট বিভাগের চারটি জেলা থেকে বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অ্যাসোসিয়েশনের নেতৃত্বের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com