
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত আরোও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়।
বুধবার (২ জুলাই) দুপুরে করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেটে করোনা ভাইরাসের ২ জনের মৃত্যু হয়েছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে চিকিসাধীন অবস্থায় করোনা ভাইরাসে মঙ্গলবার আরোও একজন মারা গেছেন। তিনি করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়।