২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

মধ্যনগরে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

todaysylhet.com
প্রকাশিত ১১ আগস্ট, রবিবার, ২০২৪ ১৭:৩৮:৩৮
মধ্যনগরে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মধ্যনগর প্রতিনিধি :: সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগ হওয়ার সুযোগে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্র্রদায়ের ওপর হামলা, বসতভিটা ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সদরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সনাতনী শিক্ষার্থী ঐক্য।

এতে প্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নানান বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে গত কয়েকদিন ধরে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ভাঙ্গচুর, লুটপাট, নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি, ভুক্তভোগীদের ক্ষতিপ‚ রণ, সংখ্যালগু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা কমিশন এবং সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে ১০ শতাংশ আসন বরাদ্দের দাবি জানান বিক্ষোভকারীরা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা প‚জা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরন তালুকদার, সংস্কৃতিকর্মী বিধান তালুকদার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুকণ্ঠ সরকার, প্রবেশ তালুকদার, সুযোগ তালুকদার প্রমুখ।