নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সিটি করপোরেশনের আওতাভুক্ত দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১ নারী ও ৫ পুরুষকে আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে হুমায়ুন রশিদ চত্বর এলাকার রমনা সুপার মার্কেটে অবস্থিত হোটেল মার্টিন আবাসিকে তল্লাশি চালিয়ে এ ৬ জনকে আটক করে তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত- অসামাজিক কার্যকলাপরত ৬ জনকে সেনাবানিহীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিক্ষার্থীরা।
জানা গেছে, ‘হোটেল মার্টিন আবাসিকে অসামাজিক কার্যকলাপ হচ্ছে’ এমন খবর পেয়ে সিলেটের বর্ডার গার্ড স্কুল ও কলেজ, পাইলাট স্কুল ও এমসি কলেজের বেশ কয়েকজন ছাত্র রবিবার রাত ৯টার দিকে হোটেলটিতে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপরত ১ নারী ও ৫ পুরুষকে আটক করে। এসময় হোটেলে থাকা আরও কয়েকজন নারী-পুুরুষ পালিয়ে যায়।
মহানগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘সুরমা আবাসিক হোটেল’ একটি মিনি পতিতালয়। বছরের পর বছর ধরে এই হোটেলে চলে দিন-রাত চলে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন সময় চাপের মুখে পুলিশ প্রশাসন ‘আই-ওয়াশ’ অভিযান দিলেও এখানে পতিতা-কারবারের মূল হোতারা থাকেন ধার-ছোঁয়ার বাইরে। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষদের আটক করলেও কিছুদিনে মধ্যে তারা বেরিয়ে এসে ফের শুরু করেন অপকর্ম। ফলে এ হোটেলে সবসময় চলছিলো রমরমা দেহ-বাণিজ্য।
এর আগে শনিবারও (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘সুরমা আবাসিক হোটেল’-এ এভাবে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে ৪ নারী ও ৩ পুরুষ ছাদে গিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। এ তল্লাশিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজ-ভার্সিটির ছাত্র অংশগ্রহণ করেন।