টুডে সিলেট ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলনে সিলেট নগরীর ৭টি সরকারি স্থাপনায় হামলাসহ ও ১৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। এ সময় তিনি হামলাকারীদের দেশের শত্রু বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘যারা দেশের সম্পদ ধ্বংস করে, তারা দেশদ্রোহী। এদের মোকাবিলা করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’
এদিন সিলেট বিভাগীয় কমিশনার প্রধান ডাকঘর, জালালাবাদ থানা ও পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।