
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুট হওয়া ৭৭টি অস্ত্র ও ১২৬ গুলি উদ্ধার করা হয়েছে। তন্মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ কর্তৃক ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলাবর (১৩ আগস্ট) বিকালে এডিসি মিডিয়া, এসএমপি সিলেট থেকে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে, এসএমজি, চায়না রাইফেল. পিস্তল, শর্টগান ও গ্যাস গান রয়েছে।
সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুট হওয়া অস্ত্র গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।