
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী পয়েন্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
বুধবার (৪ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।