সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় তাওহিদ হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ভাতগাঁও ইউনিয়নের কেওয়ালীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আটক কিশোর (১৭) গাড়িটির চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে ওই শিশু বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় সড়কের পাশে গাছের ওপরে গিয়ে পড়ে। এতে শিশুটি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে গাড়ির চালক ওই শিশুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় হওয়ায় আটক কিশোরকে সেখানে হস্তান্তর করা হবে।