২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

সিলেটে ভারী বৃষ্টির আভাস

todaysylhet.com
প্রকাশিত ৩০ জুলাই, মঙ্গলবার, ২০২৪ ১৪:২৩:০২
সিলেটে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত কয়েক দিন বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। এ গরমে সবাই করেছেন হাঁসফাঁস। তবে সোমবার (২৯ জুলাই) রাত থেকে সিলেটে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ মঙ্গলবার (৩০ জুলাই)

সিলেটের আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন। সিলেটে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ফলে মঙ্গলবার (৩০ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলসহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বুধবার (৩১ জুলাই) এবং বৃহস্পতিবারও (১ আগস্ট) সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।