কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি এলাকায় রাস্তার নিচ থেকে মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। বড় বড় গাড়ি চলাচল করা আরসিসি এই রাস্তার নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাইটেক পার্ক সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশের প্রায় ২’শ ফিট ব্লক ধসে গেছে। ব্লক ধসে যাওয়ায় রাস্তার নিচ থেকে মাটি সরে গেছে। আরসিসি রাস্তা হওয়ায় পাকা সড়কের নিচ থেকে মাটি সরে গেলেও রাস্তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ২৫ সেপ্টেম্বর সড়কটির মেরামতের কাজ শুরু হবে।