টুডে সিলেট ডেস্ক :: মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘ডে ক্যাম্প’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সিলেট জেলা রোভারের ব্যবস্থাপনা ও পরিচালনায় আগামী ৪ থেকে ৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হবে ২৮তম ‘কোর্স ফর রোভার মেট’। এই রোভার মেটকে সামনে রেখেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভারদের নিয়ে ডে ক্যাম্পের আয়োজন করা হয়।
এই ডে ক্যাম্পে রোভারদের গেরো, ব্যান্ডেজ, বাঁশির সংকেত, অনুমান, কম্পাসের ব্যবহার এবং হাইকিং সম্পর্কে বিস্তারিত ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
ডে ক্যাম্প প্রত্যক্ষ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলাউল হক, রোভার স্কাউট লিডার মো. আমজাদ হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।