২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

মধ্যনগরে মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ; আহত ২৫

todaysylhet.com
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ২২:৪৭:৫৭
মধ্যনগরে মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ; আহত ২৫

মধ্যনগর প্রতিনিধি :: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মসজিদের হিসাব নিকাশের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার টেপিরকোনা জামে মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সকালে উপজেলার টেপিরকোনা জামে মসজিদের সামনে একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র বাবুল চৌধুরী(৬০) ও মৃত আব্দুল খালেকের পুত্র আজিজুল ইসলাম(৪০)গংদের মধ্যে টেপিরকোনা জামে মসজিদের ইমাম সাহেবের বেতন সহ মসজিদের হিসাব নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সংঘর্ষে একপক্ষে আল আমিন (৩৫), রাজাকুল (২০), মনুয়া (২৮), হাবিবুল উল্লাহ (৩০), দিলু মিয়া (২৫), আমিরুল (২৫), আসাদুল ইসলাম(২০), ইজবুল ইসলাম (৩৫), রাজু মিয়া(৩৫), সিরাজ মিয়া (৩৫), কুদ্দুছ মিয়া (৫০), শাহ আলম (৩০) সহ ১২জন আহত হন।

অন্যপক্ষের সুজাত মিয়া (২৭), আলীম উদ্দিন (২৫), আজিজুল (২৮), আঃ হাই (৩৫),আলী আজগর(৬০), মিস্টার(৫০),লালন মিয়া (৩৫),কাঞ্চন মিয়া (১৮),আঃ নুর (৪০),রাকিব (২৫),আমিনুল (৩০), রাসেল মিয়া (২৮),সজিব (২৭) সহ আরো ১৩জন আহত হয়েছেন।

মধ্যনগর থানার এসআই তপন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষের ২৫জন আহত হয়েছেন।এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।এখনো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।