২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে চিনি ছিনতাইয়ের অভিযোগ

todaysylhet.com
প্রকাশিত ১১ অক্টোবর, শুক্রবার, ২০২৪ ১৯:০৩:১৪
বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে চিনি ছিনতাইয়ের অভিযোগ

টুডে সিলেট ডেস্ক :: বিএনপি ও জামায়াত নেতার নির্দেশে ট্রাকভর্তি ২১১ বস্তা চিনি ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলার আবেদন করে লিখিত অভিযোগ করেছেন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (২৪)। তবে গত মঙ্গলবার অভিযোগটি থানায় দায়ের করা হলেও এখনো সেটি এফআইআর করা হয়নি।। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় দুই দিনেও এটিকে মামলা হিসেবে পুলিশ নেয়নি বলে অভিযোগ ভুক্তভূগির।

 

অভিযুক্তরা হলেন- মহানগর জামায়াতের রুকন ও সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, একই ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহিন আহমদ, ছাত্রদলের সদস্য সচিব আলাল মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ, বিএনপির কর্মী কুশিঘাট এলাকার মো. শাওন, মকবুল আহমদ, উজ্জল, আফজল ও মো. ওসমান। এর মধ্যে সোহেল আহমদ, শাহিন আহমদ, আলাল মিয়া ও শাওনকে ছিনতাইয়ের হুকুমদাতা হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাকিদের তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।

 

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গত মাসে কানাইঘাট থানা এলাকা থেকে ২১১ বস্তা ভারতীয় চিনি আটক করে সেনাবাহিনী। সেগুলো থানায় হস্তান্তর করলে পরে জব্দ করে পুলিশ। পরে চিনিগুলো নিলামে কিনে নেন দেলোয়ার হোসেন।’

 

লিখিত অভিযোগে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, কানাইঘাট থানা থেকে সরকারি নিলামে সাড়ে ১১ লাখ টাকায় ২১১ বস্তা ভারতীয় চিনি কিনেছেন। সেগুলো কুশিঘাটের পুষ্টি বেকারিতে বিক্রির জন্য ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় নিয়ে যান। এ সময় ট্রাকচালক মাহবুব ও চালকের সহকারীকে প্রাণনাশের ভয় দেখিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মকবুল, মনসুর, উজ্জল, আফজল ও ওসমান গাড়ির চাবি কেড়ে নেন। তাদের নির্দেশে চালক ও সহকারী ২১১ বস্তা চিনি অন্য একটি ঘরের সামনে নামিয়ে দেন। এ ঘটনা কাউকে জানালে চালক ও সহকারীকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়ে চাবি ফেরত দেন তারা। খবর পেয়ে কুশিঘাট এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন সোহেল আহমদ, শাহিন আহমদ, আলাল মিয়া ও শাওনের নির্দেশে চিনি ছিনতাই করেছেন মকবুল, মনসুর, উজ্জল, আফজল ও ওসমান। তাদের সঙ্গে অজ্ঞাত আরও সাত-আট জন ছিল। প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও এখন সেই চিনি উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

ভুক্তভূগি দেলোয়ার হোসেন বলেন, ‘নিলামে কেনা চিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত জামায়াত নেতা সাবেক কাউন্সিলর রিপন এবং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহিন। সহযোগীদের দিয়ে চিনির ট্রাক ছিনতাই করিয়েছেন তারা। আমি ন্যায়বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ অভিযোগটি মামলা হিসেবে এখনও নথিভুক্ত করেনি। রহস্যজনক কারণে মামলা গ্রহণ করেনি পুলিশ। এখন পর্যন্ত আমি ২১১ বস্তা চিনি ফেরত পাইনি।’

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা সোহেল আহমদ রিপনবলেন, ‘এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। একটি মহলের ষড়যন্ত্রে আমার নাম আসামির তালিকায় দেওয়া হয়েছে। অভিযোগকারীকে আমি চিনি না।’

 

একই দাবি করে বিএনপি নেতা শাহিন আহমদ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটি ষড়যন্ত্রমূলক অভিযোগ। চিনি ছিনতাইয়ের সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

 

মামলা গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে শাহপরাণ থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা নেওয়া হবে।’