২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

শ্রীহট্ট সংস্কৃতি কলেজে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

todaysylhet.com
প্রকাশিত ১২ অক্টোবর, শনিবার, ২০২৪ ২২:৫৬:২১
শ্রীহট্ট সংস্কৃতি কলেজে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার মানস কুমার মুস্তাফী।

প্রধান অতিথির বক্তব্যে, সহকারী হাই কমিশনার মানস কুমার মুস্তাফী বলেন আজ দশমি কাল প্রতিমা বিসর্জন মধ্যদিয়ে এবারে দুর্গাপূজা শেষ  শেষ হবে। পুরো দেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে দুর্গাপূজা। আমি সিলেটের অনেক গুলো পূজামণ্ডপ পরিদর্শন করেছে প্রতিবছরের মতো এবারও সুন্দর ও শান্ত পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজ দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রনজিত দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিন্দু মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন- দিলীপ কুমার দাশ চৌধুরী, প্রফেসর ভবন জয় আচার্য্য, ড. হিমাদ্রী শেখর রায়, মাধব রঞ্জন, শংকর দাশ, অর্জুণ কুমার চক্রবর্তী, দিপন আচার্য্য, জয়ন্ত ব্যানার্জী, অরুন চক্রবর্তী, বিদ্যুৎ চক্রবর্তী, রাধা কান্ত দাশ, দেবাশীষ দাস, শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।