জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, সরকার পতনের পর থেকে বিএনপি জাতীয় সম্পদ ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং দালালদের স্থান দেওয়া হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাবে। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই।
শুক্রবার রাতে জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হুশিয়ার করার উদ্দেশ্যে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে তাহলে তাদের আটক করে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের খবর দিবেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। বিশেষ করে জকিগঞ্জের মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই মাদকের সাথে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। জকিগঞ্জকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ ও যুগ্ম সম্পাদক গুলজার আহমদের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক (খলকু)।
জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী শাকি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহতাব আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ তেরা, জামাল আহমদ প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আতিক আহমদ, আতাউর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সুমন আহমদ, রাসেল আহমদ, এইচ এম আবুল, শামীম আহমদ, সহ-সভাপতি রফি মিয়া, আব্দুল মতিন, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, শহীদ আহমদ, পৌর ছাত্রদলের আহŸায়ক জবরুল হোসেন ইমন, ছাত্রদল নেতা লুবান আহমদ, আরিফ আহমদ, জাফরুল ইসলাম প্রমুখ।