২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

জকিগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

todaysylhet.com
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ০০:৫৫:২৬
জকিগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম রাজন ও যুবদল নেতা জাবেদ আহমদ এর উপর সন্ত্রাসী হামলার বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বাদ আসর মিছিল শেষে পৌর শহরের এম.এ.হক্ব চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক শিব্বির আহমদ রনি।

 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ ফেরদৌস সাকের, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামসুদ্দোহা, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেল আহমদ, যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ, রুমন আহমদ, পৌর যুবদল সদস্য রায়হান আহমদ, সদস্য জাবুল আহমদ, উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, পৌর ছাত্রদল আহ্বায়ক জবরুল হোসেন ইমন, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদল আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুজন, পৌর যুবদল সদস্য সমাপন বিশ্বাস, যুবদল নেতা সজিব হোসেন, যুবদল নেতা এনাম আহমদ, বাবর আহমদ, মাসুদ রানা, রুমেল আহমদ, দুলাল আহমদ, ফরহাদ আহমদ, খায়রুল ইসলাম, তানজিল আহমদ, মাছুম আহমদ, সুমন আহমদ, পৌর ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদি, ইমরান আহমদ, মোস্তাক আহমদ, গিলমান আহমদ, ফাহিম আহমদসহ প্রমুখ।

সভায় বক্তারা পৌর বিএনপির কার্যালয়ে হামলা ভাংচুরকে সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে হামলাকারীদের ধরে আইনের আওতাও আনতে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন, পাশাপাশি জেলা নেতৃবৃন্দের কাছে মুনিরুল ইসলাম রাজন এবং জাবেদ আহমদ এর উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেন, অন্যতায় জকিগঞ্জের দলিয় কার্মকান্ড স্থগিত থাকবে বলে জানান।