২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

বৃদ্ধি পাচ্ছে সুনামগঞ্জে সবজির দাম

todaysylhet.com
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৩০:৪৬
বৃদ্ধি পাচ্ছে সুনামগঞ্জে সবজির দাম

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে সবজির দাম। শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়েও দাম বেড়েছে। ফলে সবজি কিনতে এসে বিপদে পড়ছেন ক্রেতারা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ পুরাতন জেলরোড এলাকার সবজির বাজারে গিয়ে দেখা যায়, ২০ দিন আগেও যে কাঁচামরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হতো সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।

এছাড়া বেগুন প্রকার ভেদে ১৩০-১৬০ টাকা, শিম প্রতি কেজি ২৮০-৩০০ টাকা, আলু বিক্রি হচ্ছে ৫৫-৭০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ২৩০-২৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ১০০ টাকা, ঢেঁড়স ৬০, পটল ৯০-১০০, কচুরমুখি ৭০-৯০, গাজর ১৬০ টাকা কেজি এবং লাউ প্রতি পিস ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে ব্যবসায়ী অনিক, শ্রাবণ বলছেন, জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ের বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। কারণ স্থানীয় কৃষকদের সবজি বাজারে না থাকায় বেশি দাম বাড়ছে।

সবজি কিনতে আসা ক্রেতা আলাউর মিয়া বলেন, সুনামগঞ্জের বাজারগুলোতে প্রতিটি সবজির দাম ১০০ টাকার ওপরে। সবজি কিনতে এসে আমাদের মহাবিপদে পড়তে হচ্ছে।

আরেক ক্রেতা শাহ আলম বলেন, ১৫-২০ দিন আগেও সুনামগঞ্জে অনেক সবজির দাম ১০০ টাকার নিচে ছিল, এখন প্রতিটি সবজির দাম ১০০ টাকার ওপরে।

সুনামগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন বলেন, সবজি সরবরাহ থাকার পরও ব্যবসায়ীরা যদি দাম বাড়তি রাখেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুনামগঞ্জের সবজির বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।