৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

ফিশারি গিলে খাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক

todaysylhet.com
প্রকাশিত ০৮ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১১:৩৭:০৬
ফিশারি গিলে খাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক

আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ :: পূর্ব সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক সিলেট-আটগ্রাম-জকিগঞ্জ সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিয়ানীবাজার, কানাইঘাটসহ জকিগঞ্জের কয়েক লাখ মানুষের যাতায়াত এবং কয়েক হাজার যানবাহনের চলাচল। বিশেষ করে উপমাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী (ফুলতলী) ছাহেব বাড়ি এই এলাকায়। আর প্রখ্যাত আলেমে দ্বীন ফুলতলী ছাহেব বাড়ির সুবাধে প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার হয় গুরুত্বপূর্ণ এই সড়ক। তবে গুরুত্বপূর্ণ এই সড়কের বেশ কয়েকটি অংশে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় রতনগঞ্জ বাজারস্থ লামারগ্রাম এলাকার ব্রিকফিল্ড সংলগ্ন স্থানে রাস্তার দু’পাশে মাছের ফিশারির কারণে সড়কের দুই পাশ ভেঙে পড়েছে।

অভিযোগ রয়েছে, ফিশারির মালিকরা সড়কের একদম পাশে (রাস্তার ধার ঘেষে) ফিশারি খনন করেছেন। যার ফলে ফিশারিগুলোর জলাশয়ের পানির কারণেই মাটি ও সুরক্ষা বাঁধ ভেঙে যাচ্ছে। অনেক সময় রাস্তার দুই পাশের মাটি ধ্বসে পড়ার মতো ঘটনা ঘটছে। অন্যদিকে ফিশারিতে বিভিন্ন জাতের মাছ চাষের কারণে সড়কের দু’পাশের মাটি ক্ষত হচ্ছে।

বিশেষ করে, গ্রার্স কার্প, কারপু, ঘুনিয়া, প্যাঙ্গাস, তেলাপিয়া, সিং মাছ, মাগুর মাছ, বাইন মাছসহ অসংখ্য জাতের মাছ চাষের জন্য রাস্তা দিন দিন ঝুঁকির মুখে পড়ছে। কারণ উল্লেখিত মাছগুলো পানির নিচের লেয়ারের মাটি খুড়ে এবং অনেক জাতের মাছ পানির নিচের লেয়ারের মাটি থেকে খাদ্য সংগ্রহ করে। তাই এই স্থানে অপরিকল্পিত ফিশারি স্থাপন ও খনন করে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক সিলেট-আটগ্রাম-জকিগঞ্জ সড়ককে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, স্থানীয়রা স্কুল, কলেজ ও মাদরাসাসহ চিকিৎসা সেবা নেয়ার জন্য সময়ের অপচয়রোধ করতে গুরুত্বপূর্ণ এই সড়ক ব্যবহার করেন। যার মধ্যে উল্লেখযোগ্য, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা, জকিগঞ্জ সরকারি কলেজ, জকিগঞ্জ সরকারি হাসপাতাল, জকিগঞ্জ উপজেলা পরিষদ, জকিগঞ্জ থানা, জকিগঞ্জ কোর্ট এবং জকিগঞ্জ কাস্টমস্ ঘাট (স্থলবন্দর)-সহ রয়েছে জকিগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস।

জানা যায়, কয়েক মাস আগে সিলেট-আটগ্রাম-জকিগঞ্জ সড়কটি সংস্কার করা হলে বর্তমানে ফিশারির কারণে ভাঙন প্রতিনিয়ত দ্বিগুণহারে বেড়ে চলছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আর হাজারও অভিযোগ রয়েছে।

মর্ডান মেডিকেল সার্ভিসের মোহাম্মদ আবুবকর আবুল বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক তিন উপজেলার মানুষ ব্যবহার করেন। কয়েক মাস আগে সড়কটি সংস্কার করা হলেও কথিত ফিশারির কারণে ফের সড়কের দুইপাশে ভাঙন শুরু হয়েছে। এখন শুকনো মৌসুম, এই মৌসুমে দ্রæত কোনো কার্যকারী ব্যবস্থা না নিলে সড়ক দুর্ঘটনাসহ ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জকিগঞ্জ বাজারের সিএনজি অটোরিকশা চালক আব্দুশ শহীদ বলেন, জকিগঞ্জে যাতায়াতের সময় সংক্ষিপ্তভাবে সময়ের অপচয়রোধে গুরুত্বপূর্ণ এই সড়ক আমরা ব্যবহার করি। তবে নতুন করে ভাঙন দেখে আমরা চিন্তিত। আশাকরি, খুব দ্রæত প্রশাসন এ বিষয়ে নজর দেবে এবং বিষয়টি আমলে নেবে।

জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূরুল হুদা বলেন, প্রতিদিনই আমার ব্যবসায়ীক কাজে জকিগঞ্জ থেকে সিলেট, কালিগঞ্জ, সড়কের বাজার, চারখাইসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। বর্তমানে সিলেট-আটগ্রাম-জকিগঞ্জ সড়কের অবস্থা নাজুকের দিকে। এই কয়েক মাস আগে সড়কটির অবস্থা খারাপ ছিল তাই কর্তৃপক্ষ সংস্কার করে দিলে আমরা কিছুটা শান্তিতে চলাচল করতে পারি। কিন্তু বর্তমানে লামারগ্রাম থেকে রতনগঞ্জ পর্যন্ত সড়কের দুইপাশে ফিশারি থাকার ফলে সড়কটি আবার দুইপাশ থেকে ভাঙতে শুরু করেছে। দিন দিন ভাঙন বেড়ে চলছে। দ্রæত এই সড়কের সংস্কারসহ ফিশারির মালিকদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিৎ।

ব্রিকফিল্ডের এক ফিশারি ম্যানেজার আবুল কালাম বলেন, বর্তমানে ফিশারিতে পানি বেশি রয়েছে। পানি কিছুটা কমলে দ্রæত এক মাসের মধ্যে ফিশারির পার মেরামত করে দেয়া হবে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম বলেন, বিষটি নিয়ে আমরা অবগত আছি। এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। ফিশারির মালিকপক্ষ সবাইমিলে সড়কের দুইপাশে গার্ডওয়াল দিয়ে মাটি ভরাট করে সড়ক সংস্কার করবেন।