১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

সিলেট বিভাগে ২টি পাঁচ তারকা হোটেল, জেলাতে নেই একটিও

todaysylhet.com
প্রকাশিত ০৯ নভেম্বর, শনিবার, ২০২৪ ২৩:৪৫:৫৬
সিলেট বিভাগে ২টি পাঁচ তারকা হোটেল, জেলাতে নেই একটিও

নিজস্ব প্রতিবেদক :: গেল দুই দশকে সিলেটে অভিজাত অনেক হোটেল হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক সুযোগ সুবিধাসম্মত হোটেল। দৃষ্টিনন্দন হোটেলগুলোর রুম ভাড়াও সাধারণের হাতে নাগালের বাইরে। ‘ফাইভ স্টার’ বা ‘পাঁচ তারকা’ হোটেল দাবি করে হোটেল কর্তৃপক্ষ অতিথিদের কাছ থেকে আদায় করেন মোটা অঙ্কের রুম ভাড়া। কিন্তু আসলে কী সিলেটে কোনো ফাইভ স্টার হোটেল আছে? নাকি ফাইভ স্টারের তকমা লাগিয়ে অতিথিদের কাছ থেকে আদায় করা হচ্ছে অধিক রুম ভাড়া-সেই প্রশ্ন অনেকেরই।

বাংলাদেশ পর্যটন করপোরেশন সূত্রে জানায়, বাংলাদেশে সরকার অনুমোদিত ফাইভ স্টার হোটেল রয়েছে মাত্র ১৭টি। এরমধ্যে সর্বাধিক ৮টি পাঁচ তারকা হোটেল রয়েছে ঢাকায়। দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে কক্সবাজারে। সাগরকন্যাখ্যাত জেলাটিতে রয়েছে ৪টি।

আর বিভাগে ২টি পাঁচ তারকা হোটেল থাকলেও সিলেট জেলায় নেই একটিও। সিলেট শহরের কয়েকটি হোটেল নিজেদেরকে পাঁচ তারকা দাবি করলেও সরকারের তালিকা অনুযায়ী এগুলোর একটিও নেই। সিলেট বিভাগের ২টি পাঁচ তারকা হোটেলের মধ্যে একটি হচ্ছে মৌলভীবাজার মঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এবং আরেকটি হচ্ছে হবিগঞ্জের বাহুবলের দি প্যালেস লাক্সারি রিসোর্ট।

পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জিয়া হক জানান, সরকার অনুমোদিত বাংলাদেশে পাঁচ তারকা মানের হোটেল ১৭টি। অনেকে পাঁচ তারকা মানের না হয়েও দাবি করে। সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেল হলো-১. সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা)। ২. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (১ নং মিন্টু রোড, ঢাকা-১০০)। ৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল (এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা)। ৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন ঢাকা- প্লট নং ০১, সি ডবিøউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা)। ৫. হোটেল সারিনা লিমিটেড (হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩)। ৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)। ৭. লা মেরিডিয়ান ঢাকা (৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)। ৮. রেনেসান্স হোটেলস (প্লট নং-৩, বøক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা)। ৯. সিগ্যাল হোটেল লিমিটেড (হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার)। ১০. ওশান প্যারাডাইস লিমিটেড (প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার)। ১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড (মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার)। ১২. রেডিসন বøু বে ভিউ (এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম)। ১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার)। ১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (রাধানগর, বালিশীর, মঙ্গল, মৌলভীবাজার)। ১৫. মম ইন লিমিটেড (নওদাপাড়া রংপুর রোড, বগুড়া)। ১৬. হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড (১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০)। ১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট (পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ)।