২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

ভারতের করিমগঞ্জের নাম বদলে দিল অসম সরকার

todaysylhet.com
প্রকাশিত ১৯ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ২২:৫০:৪৭
ভারতের করিমগঞ্জের নাম বদলে দিল অসম সরকার

টুডে সিলেট ডেস্ক :: সিলেট সীমান্তের ওপারে ভারতের অসমের বাংলাভাষী বরাক উপত্যকার তিনটি জেলার মধ্যে অন্যতম হল করিমগঞ্জ। রাজ্যের বিজেপি সরকার এই জেলার নাম পরিবর্তন করে দিয়েছে। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে করিমগঞ্জ জেলার নাম পাল্টে ফেলা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘শ্রীভূমি’। ভারতের গণমাধ্যম দ্য ওয়াল খবরটি দিয়েছে।

 

দ্য ওয়াল জানায়, মঙ্গলবারই ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদলে দেওয়া হল। নতুন নাম রাখা হয়েছে ‘শ্রীভূমি’। ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর এলাকা বলে ব্যাখ্যা করেছিলেন।’

 

তিনি আরও লেখেন, ‘অনেক দিন ধরেই এই নাম পরিবর্তন করার পরিকল্পনা করা হচ্ছিল। অবশেষে আজ অসমের মন্ত্রীসভা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে পূরণ করেছে।’ এর সঙ্গে বিশ্বশর্মা একটি ছবিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন।

 

শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি।’ বিজেপির কৃপানাথ মাল্লা করিমগঞ্জ আসনের বর্তমান সাংসদ। এই জেলার সিংহভাগ বাসিন্দা মুসলিম সম্প্রদায়ের। অসমের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা হলো কাছাড় ও হাইলকান্দি।

 

ইতিমধ্যেই করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এদিন জানিয়ে দেন, শুধু করিমগঞ্জ নয় আভিধানিক অর্থ নেই এমন আরও নাম বদলানো হবে।