২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

add

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

todaysylhet.com
প্রকাশিত ০৯ মার্চ, রবিবার, ২০২৫ ১২:৪৫:৫৬
হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

রোববার (৯ মার্চ) সকালে উপজেলার লালচান গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক বিভাবরী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।