৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

জকিগঞ্জ- কানাইঘাট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা পাপলু

todaysylhet.com
প্রকাশিত ৩০ মার্চ, রবিবার, ২০২৫ ২২:৩২:২৫
জকিগঞ্জ- কানাইঘাট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা পাপলু

টুডে সিলেট ডেস্ক :: সিলেট-০৫ (জকিগঞ্জ – কানাইঘাট) উপজেলার সর্বস্থরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু।

 

এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে খুশির বার্তা ঈদুল ফিতর। পবিত্র ঈদে জকিগঞ্জ- কানাইঘাট বাসীসহ সকল মুসলিম উম্মাহ হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে ঈদ উদযাপন করবে বলে আমার প্রত্যাশা।

 

ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান বিএনপি’র এই নেতা।

 

পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চেয়েছেন সকলের কাছে।