৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

সিলেটে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

todaysylhet.com
প্রকাশিত ৩০ মার্চ, রবিবার, ২০২৫ ২২:৫১:৪৬
সিলেটে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

টুডে সিলেট ডেস্ক :: সিলেটে রক্ষণাবেক্ষণে জন্য ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড।

 

 

 

মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. মো. আবু বকর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিকালীন সময়ে শেভরণ বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে।

 

সেই প্রেক্ষিতে আলোচ্য সময়কালে বিবিয়ানাস্থ সামিট বিবিয়ানা (৩৪১ মে.ও.) বিবিয়ানা-সাউথ (৪০০ মে.ও.) এবং বিবিয়ানা-৩ (৮০০ মে.ও.) বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূন্ন বন্ধ থাকবে।