২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

একইদিনে দুটি মামলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম সোহানের বিরুদ্ধে

todaysylhet.com
প্রকাশিত ২১ আগস্ট, বুধবার, ২০২৪ ১৮:২৬:০৯
একইদিনে দুটি মামলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম সোহানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :: ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানের নামে একদিনে সিলেটের কোতোয়ালী ও ওসমানীনগর থানায় দুটি মামলা করা হয়েছে।

গতকাল ২০ই আগস্ট সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শাবিপ্রবি সিলেট শাখার সমন্ময়ক হাফিজুল ইসলাম বাদি হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালী থানার মামলায় সোহানকে ২৩ নম্বর আসামি করা হয়। মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানসহ এ মামলায় নামসহ ৭৬ জন ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জন আসামি করা হয়। ওইদিন বিকাল ৪টার দিকে সিলেট জেলা যুবদলের সভাপতি জুবায়ের আহমদ বাদি হয়ে ওসমানীনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন এই মামলায় সোহানসহ আসামি ৫০/৬০জনের নামোল্লেখ করা হয়। ওই মামলায় সোহানকে ৭ নম্বর আসামি করা হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানের এলাকায় যোগাযোগ করে জানা গেছে, সোহান ২০২৩ সালের নভেম্বরে লন্ডনে কেয়ার ভিসায় পাড়ি জমান। উনি কি করে ২০ আগষ্ট ২০২৪ সালে এ সব মামলায় আসামি হয় তা তাদের জানা নেই। সোহান আওয়ামী লীগের অধিনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন এবং উনার বাবার সাথেও স্থানীয় এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীর যোগসাজশ ছিলো হয়তো কেউ উদ্দেশ্যপ্রনিত হয়রানি করার জন্য নিরাপরাধ প্রবাসী একজন মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। তারা এসব মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং আরো বলেন এসব মিথ্যা মামলায় একজনকে ফাসাতে গিয়ে প্রকৃত আসামিরা ধরা ছোয়ার বাহিরে চলে যাবে।

সোহানের বাবার মানিক মিয়ার সাথে যোগাযোগ করলে উনি বলেন, আমার ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানকে আমাদের থেকে দূরে রাখার জন্য ও আমাদের পরিবারকে অশান্তিতে রাখার জন্য আমাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। আমার জানা মতে সোহান কোন অপরাধ করেনি বা জড়িতও ছিল না। তাকে আমরা ২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার তাগিদে লন্ডন পাঠিয়ে দেই সে কীভাবে ২০২৪ সালের আগষ্ট মাসে ছাত্র-জনতার উপর হামলা করবে। আমি একজন অসুস্থ মানুষ, এসব আর মেনে নিতে পারছিনা। জানিনা আমার ছেলে দুর প্রবাসে কেমন আছে।