২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

add

নগরীতে এক নারীর আ ত্ম হ ত্যা

todaysylhet.com
প্রকাশিত ২১ মে, বুধবার, ২০২৫ ২০:৩৮:০৬
নগরীতে এক নারীর আ ত্ম হ ত্যা

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২১ মে) বেলা দেড়টার দিকে পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এই নারীর লাশ উদ্ধার করে।

 

মানসিক ভারসাম্যহীন ওই নারীর আখলাক হোসেনের স্ত্রী মমতা বেগম (৪০)।

 

জানা যায়, সিলেট নগরীর জালালাবাদ এলাকার পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটিয়া ছিলেন আখলাক হোসেন ও তার স্ত্রী মমতা বেগম। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে যান তিনি। বিভিন্ন স্থানে খোজ-খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পরবর্তীতে আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভেতরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা জালালাবাদ থানা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে বুধবার বেলা দেড়টার দিকে ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে।

 

জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় এই নারীর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে।